Ad Code

ব-দ্বীপের লবণাক্ত মাটিতে "ম্যানগ্রোভ অরণ্য" দেখা যায় কেন?




Advertisements

  ব-দ্বীপের লবণাক্ত মাটিতে "ম্যানগ্রোভ অরণ্য" দেখা যায় কেন? 


উত্তর: সমুদ্রোপকূলবর্তী বা নদীর ব-দ্বীপ অঞ্চলের লবণাক্ত মাটিতে খনিজ লবণের পরিমাণ বেশী থাকায় ঐ মাটিতে অক্সিজেন সরবরাহ খুবই কম হয়। তাই সাধারণ উদ্ভিদ ঐ জাতীয় লবণাক্ত মাটিতে জন্মাতে পারে না। এছাড়া এই অঞ্চলের মাটি এঁটেল, কর্দমাক্ত এবং খনিজ লবণযুক্ত হওয়ায় ঐ মাটিতে যথেষ্ট পরিমাণ জল থাকলেও সাধারণ গাছ তা গ্রহণ করতে পারে না। এইজন্য ব-দ্বীপের লবণাক্ত মাটিতে 'ম্যানগ্রোভ অরণ্য' দেখা যায়। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের কিছু শাখামূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপর উঠে আসে। এইসব মূলের উপরভাগে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে যাদের মাধ্যমে মূলগুলো বায়ু থেকে সরাসরি অক্সিজেন শোষণ করে। এইরকম মূলকে শ্বাসমূল বলে। এছাড়া ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো নরম ও কর্দমাক্ত মাটিতে জন্মানোর ফলে সহজে যাতে পড়ে না যায় তার জন্য কাণ্ডের গোড়া থেকে এক ধরনের অস্থানিক মূল বেরিয়ে মাটিতে প্রবেশ করে। এই মূলগুলোকে ঠেসমূল বলে


Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments