Advertisements
হিমালয় পর্বতের উচ্চ অংশে সরলবর্গীয় বনভূমি দেখা যায় কেন।
উত্তর: হিমালয় পর্বতের উচ্চ অংশে দীর্ঘস্থায়ী ও তীব্র শীতকাল সহ বছরের বিভিন্ন সময়ে তুষারপাত হয়। এই অঞ্চলে কেবলমাত্র সরলবর্গীয় বৃক্ষ দেখা যায়। গাছে যাতে তুষার জমে থাকতে না পারে সেইজন্য সরলবর্গীয় গাছের মাথাগুলো খুবই সরু হয়ে যায় এবং এইসব গাছের পাতাগুলো সূচাল ও কোন বিশিষ্ট হয়। এর ফলে গাছগুলোকে মন্দিরের মত দেখায়। পূর্ব হিমালয়ের ২,৫০০-৪,০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২,০০০-৩,৫০০ মিটার উচ্চতায় পাইন, ফার, দেবদারু, মিডার, প্রুস, এলস্ প্রভৃতি নরম কাঠের সরলবর্গীয় বনভূমি দেখা যায়।
0 Comments