Advertisements
বাংলাদেশের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তর:বাংলাদেশে আর্দ্রক্রান্তীয় ধরনের জলবায়ু দেখা যায়। এই দেশে গ্রীষ্মকালে গড় ২৭° সেন্টিগ্রেড এবং শীতকালে ১২° সেন্টিগ্রেড উষ্ণতা পরিলক্ষিত হয়। →
মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত হয় (১৫০-৩৮৫ সে.মি.)। চট্টগ্রাম ও ময়মনসিংহের পাহাড়ী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশী।

0 Comments