মায়ানমার ভূ-প্রকৃতি ও নদ-নদীর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর : ভূ-প্রকৃতি : উত্তর-দক্ষিণে বিস্তৃত কয়েকটি পর্বতশ্রেণী এবং এদের মধ্যস্থিত কয়েকটি নদী- উপত্যকা মায়ানমারের প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য। দেশটির উত্তর অংশে আছে কোচিন মালভূমি — ইউনান মালভূমি দ্বারা এটি চীন দেশের সঙ্গে যুক্ত। উত্তর-পশ্চিমে নামকেন পাহাড় থেকে ভারতের পূর্ব সীমা দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত আছে পাটকই, নাগা, লুসাই ও চীন পাহাড়। আরো দক্ষিণে নিগ্রাইস অন্তরীপ পর্যন্ত বিস্তৃত আছে আরাকান ইয়োমা এবং কোচিন মালভূমির দক্ষিণে রয়েছে পেও ইয়োমা পর্বতশ্রেণী। দেশটির পূর্বদিকে রয়েছে সান মালভূমি এবং তার দক্ষিণে আছে টনেন-টঙ্গগি ও ডায়না পাহাড়। দেশের সর্ব-দক্ষিণে বিস্তৃত আছে টেনাসেরিম মালভূমি।
নদনদী : ইরাবতী ও এর উপনদী চিন্দুইন ও অন্যান্য নদী সালুইন ও সিটাং এই দেশের উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মধ্যভাগের সমভূমির উপর দিয়ে বয়ে গিয়ে দক্ষিণের মার্তাবান উপসাগরে পড়েছে।

0 Comments