Advertisements
বাংলাদেশের প্রধান বনজ সম্পদ কি কি ?
উত্তর : বাংলাদেশের সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রাম বনজ সম্পদে সমৃদ্ধ। দক্ষিণের সুন্দরবনের বনভূমির সুন্দরী, গরাণ, হেতাল, গেঁওয়া প্রভৃতি কাঠ থেকে নৌকা ও বাক্স প্রস্তুত করা হয়। তাছাড়া এই কাঠ জ্বালানি ও গৃহ নির্মাণের কাজেও লাগান হয়। দিনাজপুর ও মধুপুরের বনভূমির মূল্যবান কাঠ (শাল) থেকে আসবাবপত্র প্রস্তুত করা হয়। বাঁশ ও বেত বিভিন্ন কুটীর-শিল্পে ব্যবহৃত হয়। বাঁশ কাগজ প্রস্তুতেও ব্যবহৃত হয়। সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মধু সংগৃহীত হয়।

0 Comments