Advertisements
মৌমাছিদের সমাজবদ্ধ জীব বলে কেন ?
Ans:
একটি মৌচাকে অসংখ্য মৌমাছি (30,000-50,000 প্ৰায়) থাকে। একটি চাকে তিনরকম মৌমাছিদের মধ্যে একটিমাত্র রানি মৌমাছি, কয়েকশো পুরুষ মৌমাছি এবং অন্য সব শ্রমিক মৌমাছি একসঙ্গে দলবদ্ধভাবে উপনিবেশ রচনা করে বসবাস করে। আমাদের সমাজের মতো এদের সমাজেও বিভিন্ন কাজের মধ্যে শ্রমবণ্টন ও ঐক্য লক্ষ করা যায়। শ্রমবণ্টনের মাধ্যমে ঐক্যবদ্ধ কাজের জন্য আর নিজেদের মধ্যে সংযোগস্থাপনের ক্ষমতার জন্য এদের সমাজবদ্ধ জীব বলে।

0 Comments