Advertisements
মৌমাছিকে পতঙ্গ শ্রেণিভুক্ত করার কারণ কী ?
Ans:
> সন্ধিপদী পর্বের অন্যান্য পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণীদের মতো এদেরও দেহ তিনটি ভাগে বিভক্ত, যথা—মস্তক, বক্ষ ও উদর বক্ষ অংশটি আবার অগ্র, মধ্য ও পশ্চাৎ—এই তিনভাগে বিভক্ত বক্ষের প্রতিটি ভাগ থেকে একজোড়া সন্ধিপদ নির্গত হয় এবং শেষ দুটি ভাগ থেকে একজোড়া ডানা বের হয়। এসব বৈশিষ্ট্য থাকার জন্য মৌমাছিদের পতঙ্গ শ্রেণিভুক্ত (Insect) করা হয়।

0 Comments