Advertisements
নবম শ্রেণীতে ফাইনাল পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ সকল ছাত্র-ছাত্রীদের জন্য শেয়ার করা হলো। নিম্নলিখিত ভাব সম্প্রসারণ গুলি খুবই গুরুত্বপূর্ণ -
- ** যারা শুধু মোরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সন্মান।
- অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
- জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
- পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য নিজের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও।
- কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেই মাঝে স্বর্গ নরক মানুষযেতে সূরাসুর ।
- ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ধ সে জন মারে আর শুধু মোরে।

0 Comments