Advertisements
পৃথিবীর গতি কয় প্রকার ও কি কি আলোচনা কর।
উত্তর : পৃথিবীর গতি দু'রকমের, যথা : আহ্নিক গতি ও পরিক্রমণ গতি।
• আহ্নিক গতি : পৃথিবী তার নিজের অক্ষের দিকে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলে |
বার্ষিক গতি : পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে (পশ্চিম থেকে পূর্ব দিকে) এবং নির্দিষ্ট গতিতে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে|

0 Comments