Advertisements
দেশভাগের ফলে সৃষ্ট উদ্বাস্তু সমস্যার চিত্র ফুটে উঠেছে এমন দুটি বাংলা চলচ্চিত্রের নাম লেখো।
Ans:
দশভাগের ফলে সৃষ্ট উদ্বাস্তু সমস্যার চিত্র ফুটে উঠেছে এমন দুটি বাংলা চলচ্চিত্র হল—ঋত্বিককুমার ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা’|‘কোমল গান্ধার’|‘সুবর্ণরেখা', সত্যজিৎ রায়ের ‘মহানগর’, সৃজিৎ মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি' প্রভৃতি ।
0 Comments