দেশভাগের প্রসঙ্গ রয়েছে হিন্দি ও উর্দু ভাষায় লেখা এমন দুটি আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থের নাম লেখো ।
Advertisements
'দেশভাগের প্রসঙ্গ রয়েছে হিন্দি ও উর্দু ভাষায় লেখা এমন দুটি আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থের নাম লেখো ।
Ans:
দেশভাগের প্রসঙ্গ রয়েছে এমন কয়েকটি উল্লেখযোগ্য আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থ হল হিন্দি ভাষায় যশপাল রাঘোর ‘ঝুটা সাচ’/উর্দু ভাষায় কৃষণ চন্দর-এর 'এক গাধে কি সার্গুদাস্ত'। মুন্সি প্রেমচাদের 'গোদান'/ সাদাত হাসান মান্টোর ‘টোবা টেক সিং প্রভৃতি।
0 Comments