Advertisements
দেশভাগের পরবর্তীকালে পশ্চিমবঙ্গে বিভিন্ন পর্যায়ে উদ্বাস্তু আগমনের আলোচনা পাওয়া যায় এমন দুটি গ্রন্থের নাম লেখো ।
Ans:
দেশভাগের পরবর্তীকালে পশ্চিমবঙ্গে বিভিন্ন পর্যায়ে উদ্বাস্তু আগমনের আলোচনা পাওয়া যায় এমন উল্লেখযোগ্য গ্রন্থ হল প্রফুল্লকুমার চক্রবর্তীর ‘প্রান্তিক মানব’/ অমলেন্দু দে-র ‘প্রসঙ্গ অনুপ্রবেশ’| দেবজ্যোতি রায়ের ‘কেন উদ্বাস্তু হতে হল’/ তথাগত রায়ের ‘মাই পিপল আপটেড’প্রভৃতি ।
0 Comments