Advertisements
লাভ : কোনো একটি দ্রব্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে দ্রব্যটি বিক্রি করে লাভ হয়েছে বলা হয় অর্থাৎ ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য) কে লাভ বলে।
লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য
এক্ষেত্রে, বিক্রয়মূল্য > ক্রয়মূল্য।
লাভের ক্ষেত্রে, ক্রয়মূল্য = বিক্রয়মূল্য – লাভ
অথবা, বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
0 Comments