Advertisements
আত্মজীবনীতে দেশভাগের সমস্যা কীভাবে উঠে এসেছে তার একটি উদাহরণ দাও ।
Ans:
→ সুনীল গঙ্গোপাধ্যায়ের 'অর্ধেক জীবন' নামে আত্মজীবনীমূলক উপন্যাসে দেশভাগের সমস্যা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই গ্রন্থে লেখক দেশভাগ সম্পর্কে লিখেছেন, “দেশ স্বাধীন হল, আমরা দেশ হারালাম....। সেই প্রসঙ্গ উঠলে এখনও ক্রোধবহ্নি জ্বলে ওঠে। সেই দুষ্কর্মের হোতাদের ক্ষমা করতে পারি না।”
0 Comments