Advertisements
ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে কবে গঠিত হয়? এই কমিশনের মূল বক্তব্য কী ছিল?
Ans:
বিচারপতি এস কে দর-এর নেতৃত্বে ১৯৪৮ খ্রিস্টাব্দে ‘ভাষাভিত্তিক প্রদেশ কমিশন' গঠিত হয়।
* ভাষাভিত্তিক কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনে আপত্তি জানিয়ে বলে যে, ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে ভারতের জাতীয় ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হবে।
0 Comments