Advertisements
কবে, কোন্ প্রেক্ষাপটে ‘জে ভি পি কমিটি' গঠিত হয়?
Ans:
১৯৪৯ খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে দক্ষিণ ভারতে আন্দোলন সক্রিয় হয়ে উঠলে তা প্রশমনের উদ্দেশ্যে ওই বছর ‘জে ভি পি কমিটি’ গঠিত হয়। জে ভি পি কমিটির সদস্যগণ ছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়া ৷
0 Comments