Advertisements
*স্বাধীন ভারতে রাজ্য পুনর্গঠনের সূচনায় কী ধরনের বিতর্ক দেখা দেয়?
Ans:
→ ভারতে রাজ্য পুনর্গঠনের সূচনায়— [1] ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হবে কিনা, [2] ভারতে যোগদানকারী দেশীয় রাজ্যগুলি নিয়ে পৃথক অঙ্গরাজ্য গঠন করা হবে, নাকি তাদের অন্য কোনো অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত করা হবে প্রভৃতি বিষয় নিয়ে বিতর্ক দেখা দেয়
0 Comments