Advertisements
ক্যাভিটি হলে অনেকেই দাঁত তুলিয়ে নেন। এতে কি সমস্যা হয়?
Ans:
অবশ্যই হয়। দাঁত আমাদের শরীরের একটা অঙ্গ অথচ আমরা প্রতিনিয়ত, কিছু না ভেবেই অঙ্গহানি করি। দাঁত হচ্ছে ডাইজেশনের প্রথম স্টেপ। খুব খারাপ দাঁত থাকলে দাঁত তুলে দেওয়া হয়। কিন্তু দাঁত বাঁচানো মানে হচ্ছে মুখের সমগ্র সিস্টেমকে বাঁচানো। একটা দাঁত তুলে নিলে ফাঁকা জায়গায় দু'পাশের দাঁতগুলো ওই ফাঁকা জায়গার দিকে সরে আসে এবং বিপরীত পাটির দাঁত ওই ফাঁকা জায়গার দিকে নেমে বা উঠে আসে। দাঁতের মধ্যে যে টাইট কনট্যাক্ট থাকে তা বিঘ্নিত হয় ও ফাঁক হয়ে যায়। ফলে প্রচুর পরিমাণে খাবার ঢোকার প্রবণতা তৈরি হয়ে দাঁতের ক্ষয় রোগ ও মাড়ির অসুখের প্রবণতা বাড়ে।

0 Comments