Advertisements
দাঁত না তুলে আর কী করা যেতে পারে?
Ans:
এটা খুব ভাল প্রশ্ন। দাঁত না তুলে বহু চিকিৎসা আছে যা করা যেতে পারে। প্রথমত, দাঁতের ফিলিং, রুট ক্যানাল ট্রিটমেন্ট (আরসিটি), দাঁতের ক্রাউন ইত্যাদি। আমাদের দাঁতের বাইরের দিকের শক্ত অংশের ভেতরে নরম মাংস থাকে। যার মধ্যে নার্ভ ও ভেসেলস থাকে। যদি ক্যাভিটি শক্ত অংশেই তৈরি হয় কিন্তু নরম অংশ পর্যন্ত না পৌঁছয় তাহলে সেন্সিটিভিটি হয়। তখনই যদি ডাক্তারের কাছে গিয়ে ফিলিং করিয়ে নিই তাহলে সময় ও খরচ দুটোই বাঁচে। ক্যাভিটি নরম অংশে পৌঁছলে দাঁত রেখে চিকিৎসা হয় আরসিটির মাধ্যমে যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

0 Comments