Advertisements
দাঁতে কি পোকা হয়?
Ans:
না, দাঁতে পোকা হয় না। এটা এক ধরনের ক্ষয় রোগ। এই ক্ষয় রোগ তিনটি জিনিসের উপর নির্ভর করে। দাঁতের জমে থাকা খাবার, মুখের ব্যাকটেরিয়া এবং দাঁতের ফাঁকে জমে থাকা খাবারগুলোকে ব্যাকটেরিয়া ফারমেন্টেশন করে অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডেই এনামেল ও ডেন্টিন গলে গর্ত হয়। গর্ত যত বাড়ে, খাওয়ার তত জমে এবং ক্ষয়রোগও বাড়তে পারে। পরে শিরশির করা (সেন্সিটিভিটি) ও ব্যথা হয়।

0 Comments