Advertisements
মাড়ি ফুললে বা মাড়ি থেকে রক্ত পড়লে কী করা উচিত?
Ans:
যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে। উনি দেখে ঠিক করবেন যে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্ট্রাসোনিক স্কেলিং করতে হবে কিনা বা মাড়ির অন্য চিকিৎসা করতে হবে কিনা। মাড়ির অসুখ অবহেলা করলে মাড়ি নেমে যেতে পারে এবং দাঁত নড়ে ও পড়ে যেতে পারে।

0 Comments