Advertisements
মাইক্রোনেশিয়া বলতে কী বোঝো ?
• মাইক্রোনেশিয়ার অর্থ হল—মাইক্লোন ক্ষুদ্র এবং নেশিয়া = দেশ । অর্থাৎ ‘ক্ষুদ্র দেশ’। বিষুবরেখার উত্তরে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পশ্চিমের হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে মাইক্রোনেশিয়া গঠিত হয়েছে। মারিয়ানা, ক্যারোলিনা, মার্শাল প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযোগ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জ।

0 Comments