Advertisements
অস্ট্রালেশিয়া কাকে বলে?
অস্ট্রালেশিয়ার অর্থ হল-অস্ট্রাল = দক্ষিণ এবং এশিয়া = দেশ। অর্থাৎ ‘দক্ষিণের দেশ'। ওশিয়ানিয়ার অন্তর্গত অস্ট্রালিয়া, নিউজিল্যান্ড ও তাসমানিয়াকে একত্রে। অস্ট্রালেশিয়া বলে। প্রায় 81 লক্ষ বর্গকিমি আয়তনবিশিষ্ট। অস্ট্রেলেশিয়া অঞ্চলটি ওশিয়ানিয়া মহাদেশের শতকরা প্রায় 90 ভাগ স্থান দখল করে আছে।

0 Comments