Advertisements
একজন ছাত্র লেসার টর্চ দিয়ে আলোর পরীক্ষা করতে চেয়েছিল। তার শিক্ষক তাকে এভাবে করতে বারণ করলেন। শিক্ষক এমন উপদেশ কেন দিলেন তার কারণ তুমি ব্যাখ্যা করো।
» লেসার টর্চের আলোর তীব্রতা মাত্রাতিরিক্ত হওয়ার ফলে মানুষের চোখে এই আলো পড়লে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের চোখে লেন্স থাকায় বাইরের আলোকরশ্মি লেন্স দ্বারা কেন্দ্রীভূত হয়ে রেটিনায় পড়ে। যেহেতু লেন্স কর্তৃক আলো কেন্দ্রীভূত হয়, সুতরাং অধিক আলো চোখের রেটিনায় পড়ে। লেসারের আলোও চোখের লেন্স কর্তৃক কেন্দ্রীভূত হয়ে রেটিনার অধিক ক্ষতিসাধন করে। তাই লেসার টর্চ ব্যবহার | করতে শিক্ষকমহাশয় বারণ করেন।

0 Comments