Advertisements
সোমালি স্রোত :
উত্তর : ভারত মহাসাগরের উত্তরাংশের স্রোত প্রধানতঃ মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা আফ্রিকার উত্তর-পূর্ব উপকূল দিয়ে আরব সাগর ও বঙ্গোপসাগরে প্রবেশ করে সুমাত্রা দ্বীপ পর্যন্ত প্রবাহিত হয়। এই স্রোতকে সোমালি স্রোত বলে। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এই স্রোত বিপরীতমুখী হয়।

0 Comments