Advertisements
বান :
উত্তর : সমুদ্রের মধ্যভাগে সাধারণত জোয়ারের সময় সমুদ্রতল ১ মিটারের মত উঁচু হয়। তবে বর্ষাকালে এর মাত্রা বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গের হুগলী,চীনের ইয়াং-সি-কিয়াং, ব্রিটিশ দ্বীপপুঞ্জের টেমসপ্রভৃতি নদী মোহনায় বর্ষাকালে ভরা কটালের মাত্রা অনেক সময় ৬-৯ মিটারের মত উঁচু হয়। এই উঁচু জল যখন নদীপথে প্রবল বেগে দেশের অভ্যন্তরে প্রবেশ করে, তখন একে বানডাকা বলে। এই সময় নদীতে স্নান করা অথবা নৌ-চালনা অত্যন্ত বিপজ্জনক। প্রধানতঃ চারটি কারণে নদীতে বান আসে, যথা: (১) ফানেল বা শম্ভু আকৃতির নদী মোহনা,(২) নদীতে সারা বছর ধরে জলের পূর্ণতা, (৩) নদীর প্রবল জলস্রোত এবং (৪) নদীর মোহনার কাছে বালির চড়া।

0 Comments