Advertisements
ল্যাব্রাডর স্রোত :
উত্তর : সুমেরু মহাসাগর থেকে দুটি শীতল স্রোত গ্রীনল্যান্ডের পশ্চিম ও পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে ল্যাব্রাডর উপদ্বীপের নিকট মিলিত হয়; এই মিলিত শীতল স্রোতকে ল্যাব্রাডর স্রোত বলে।
ল্যাব্রাডর স্রোত নিউ ফাউন্ডল্যান্ডের নিকটবর্তী হয়ে উপসাগরীয় স্রোতের পশ্চিম দিক দিয়ে আমেরিকা
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বেয়ে দক্ষিণে অগ্রসর হয়। শীতল জল উষ্ণ জল অপেক্ষা ভারী বলে ল্যাব্রাডর স্রোত আরও দক্ষিণে অগ্রসর হয়ে উপসাগরীয় স্রোতের নীচে ডুবে যায়।

0 Comments