Advertisements
পেরু স্রোত :
উত্তর : দক্ষিণ মহাসাগর থেকে পশ্চিমা বায়ুর প্রভাবে উৎপন্ন হয়ে শীতল কুমেরু স্রোতের একটি শাখা দক্ষিণ-আমেরিকার দক্ষিণ-পশ্চিম কোণে প্রতিহত হয়ে পরে উত্তর দিকে বেঁকে চিলির উপকূল বেয়ে প্রবাহিত হয়। এই স্রোতকে পেরু স্রোত বলে। এই স্রোতকে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে প্রবাহিত বেঙ্গুয়েলা স্রোতের সঙ্গে তুলনা করা যায়।

0 Comments