Advertisements
অশ্বক্ষুরাকৃতি হ্রদ :
উত্তর : নদীর নিম্ন গতিতে অথবা কোন কোন সময় নদীর মধ্য গতিতে একে বেঁকে এগিয়ে যাওয়ার সময় নদীটি পুরোনো পথ পাল্টে নতুন খাতে প্রবাহিত হয়। তখন নদীর পরিত্যক্ত পুরোনো খাতটির মুখ চর দিয়ে বন্ধ হবার ফলে নদী প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করে। পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীতে এবং অস্ট্রেলিয়ার মারে নদীতে এই রকম হ্রদ দেখা যায়।

0 Comments