Advertisements
মরু সাগর :
উত্তর : উষ্ণমণ্ডলের অন্তর্গত স্থানগুলোতে, যেখানে অত্যধিক গরম এবং প্রখর সূর্যতাপে হ্রদের জল বেশী পরিমাণে বাষ্পে পরিণত হয়, সেখানে লবণাক্ত জলের হ্রদ বা লবণ হ্রদ সৃষ্টি হয়। ইস্রায়েল এবং জর্ডনের মধ্যবর্তী মরুসাগর এরূপ একটি লবণাক্ত হ্রদ। এর জল এত লবণাক্ত যে সেখানকার জলের ঘনত্ব খুবই বেশী, তাই ঐ হ্রদের জলে পড়লে সব জিনিসই না ডুবে ভেসে থাকে এবং ঐ জলে মাছ বাঁচে না।

0 Comments