Advertisements
মুখ্য ও গৌণ জোয়ার কাকে বলে?
উত্তর : আবর্তনের ফলে পৃথিবী পৃষ্ঠের যে স্থান ঠিক চন্দ্রের সম্মুখে উপস্থিত হয় সেখানের জলরাশি চন্দ্রের আকর্ষণে স্ফীত হয়ে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। এভাবে চন্দ্রের আকর্ষণে যেখানে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বা মুখ্য জোয়ার বলে। পূর্ণিমা তিথিতে চন্দ্রের আকর্ষণ স্থলের বিপরীত দিকে
সূর্যের আকর্ষণেও এরূপ মুখ্য জোয়ার হয়। → চন্দ্রের আকর্ষণ স্থানের প্রতিপাদ স্থানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কম বলে বিপরীত দিকে অবস্থিত জলরাশি প্রধানত প্রবল বিকর্ষণ শক্তির প্রভাবে স্ফীত হয়ে যে জোয়ার সৃষ্টি করে তাকে গৌণ চান্দ্র জোয়ার বা গৌণ জোয়ার বলে।

0 Comments