Advertisements
উপসাগরীয় স্রোত :
উত্তর : আটলান্টিক মহাসাগরে প্রবাহিত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূল ধরে অগ্রসর হয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে এবং উত্তর নিরক্ষীয় স্রোতের দক্ষিণ শাখার সঙ্গে মিলিত হয়। এই মিলিত স্রোত মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে উপসাগরীয় স্রোতরূপে প্রবাহিত হয়। ইহা সংকীর্ণ ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে বেগে প্রবাহিত হয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের উত্তর শাখার সঙ্গে মিলিত হয়। এই মিলিত স্রোত উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়ে মধ্য আটলান্টিকে তিনটি শাখায় বিভক্ত হয়।

0 Comments