Advertisements
উত্তর : কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে, সূর্য ও চন্দ্র পৃথিবীর দুই দিকে প্রায় সমকোণে অবস্থান করায়, পৃথিবীর যে স্থানটি চন্দ্রের সবচেয়ে কাছে থাকে, সেই স্থানকে চন্দ্র যখন আকর্ষণ করে, তখন ভূ-পৃষ্ঠের যে স্থানটি সূর্যের সবচেয়ে কাছে থাকে, সূর্যও সেই স্থানটিকে আকর্ষণ করে। কাজেই ঐ অবস্থায় চন্দ্রের প্রভাবে যেখানে জোয়ার হয়, তার প্রায় সমকোণী স্থানে সূর্যের প্রভাবেও জোয়ার হয়। কিন্তু চন্দ্রের আকর্ষণী শক্তি সূর্যের আকর্ষণী শক্তির প্রায় দ্বিগুণ জোরদার বলে, চন্দ্রের নিকটবর্তী পৃথিবীর ক-স্থানে যে প্রত্যক্ষ জোয়ার হয় তার ফলে জল বেশী স্ফীত হতে পারে না। তাই এই সময়ের জোয়ারকে মরা জোয়ার বা মরা কটাল বলে।
→ কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিদ্বরে, চন্দ্রের আকর্ষণে যেখানে প্রত্যক্ষ জোয়ার হয়, সেই স্থানের প্রতিপাদ বা বিপরীত স্থানে পরোক্ষ জোয়ার হয়। সূর্যের আকর্ষণ প্রতিপাদ স্থানের সঙ্গে সমকোণ উৎপন্ন করার ফলেও প্রতিপাদ স্থানে জল বেশী স্ফীত হতে পারে না, একেও মরা কটাল বলে।।

0 Comments