Advertisements
টিকা লেখ: তেজকটাল অথবা, 'ভরা কটাল'
অথবা, তেজ কটাল কখন কিভাবে হয়?
উত্তর : পূর্ণিমার দিন পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করায় সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে জোয়ারে সাহায্য করে। এভাবে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে পূর্ণিমা তিথিতে জোয়ারের মাত্রা বৃদ্ধি পায় এবং একে ভরা জোয়ার বা ভরা কটাল বা তেজ কটাল বলে।
→ অমাবস্যা তিথিতে পৃথিবীর একই দিকে সূর্য ও চন্দ্র অবস্থান করে এবং তখন পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ পৃথিবীর একই স্থানে কার্যকরী হয় এবং চন্দ্র ও সূর্যের এই মিলিত আকর্ষণে তখন পৃথিবীর সমুদ্রতলে অত্যধিক জলস্ফীতি ঘটে এবং জোয়ারের মাত্রা বৃদ্ধি পায়। একেও ভরা জোয়ার বা ভরা কটাল বা ভেজ কটাল বলে।

0 Comments