Advertisements
উত্তর ভারতের নদীগুলিতে সারা বৎসর জল থাকে কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলিতে গ্রীষ্মকালে সেরূপ জল থাকে না কেন?
উত্তর : উত্তর ভারতের নদ-নদীগুলি প্রধানত হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ফলে এই সমস্ত নদ-নদীতে সারা বছরই জল থাকে। কিন্তু দক্ষিণ ভারতের নদ-নদীগুলো কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়নি, ঐগুলো বৃষ্টির জল বা বর্ষার জলে পুষ্ট, তাই বর্ষাকাল ছাড়া অন্য সময় এগুলোতে জল প্রায় থাকে না বললেই চলে।
0 Comments