Advertisements
গ্যানের মতে শিখন কয় প্রকার ও কী কী?
উত্তর ঃ গ্যানের মতে শিখন আট প্রকার, সেগুলি হল – (i) সংকেতমূলক শিখন, (ii) উদ্দীপক-প্রতিক্রিয়ার শিখন, (iii) শৃঙ্খলীকরণ, (iv) ভাষাগত অনুষঙ্গমূলক শিখন, (v) বহুমুখী পার্থক্যীকরণ, (vi) ধারণা শিখন, (vii) নিয়ম শিখন এবং (viii) সমস্যা সমাধান শিখন।
0 Comments