Advertisements
আগ্নেয় পর্বত (Volcanic mountain) কাকে বলে ?
Ans:
অগ্ন্যুৎপাতের সময় উৎক্ষিপ্ত আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির যে পর্বতের আকার ধারণ করে, তাকে আগ্নেয় পর্বত বলে। বারবার অগ্ন্যুৎপাতের ফলে এই পর্বত গঠিত হয়। যেমন—ভারতের ব্যারেন, ইটালির ভিসুভিয়াস।

0 Comments