Advertisements
Hotspot-এর সঙ্গে আগ্নেয়গিরিগুলি কীভাবে যুক্ত রয়েছে ?
Ans:ভূগর্ভের মধ্যে যেসব অংশে বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের প্রভাবে প্রবল উত্তাপ বৃদ্ধি পায়, সেই অংশগুলিকে Hot spot নামে চিহ্নিত করা হয়েছে। এই অংশগুলি থেকে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে ম্যাগমা উদ্গিরণ দ্বারা আগ্নেয়গিরির সৃষ্টি হয়। যেমন—হাওয়াই দ্বীপের মৌনাকিয়া।

0 Comments