Advertisements
ভেদ বা প্রকরণ কি?
Ans:
→ ডারউইনের মতে পৃথিবীর যে কোন দু'টি জীব কখনই অবিকল একই প্রকারের হতে পারে না; দু'টি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। তিনি জীবদের এই পার্থক্যগুলিকে ভেদ বা প্রকরণ আখ্যা দিয়েছেন। ডারউইনের মতে জীবদের ক্ষুদ্র ক্ষুদ্র ভেদগুলি জীবদের জীবন সংগ্রামে সহায়ক এবং প্রজাতির উদ্ভবের জন্য দায়ী।

0 Comments