Advertisements
অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কি?
Ans:
→ জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যাবৃদ্ধি ঘটায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। বিজ্ঞানী ডারউইন জীবের এরূপ প্রতিযোগিতাকে অস্তিত্বের জন্য জীবনসংগ্রাম আখ্যা দিয়েছেন। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম নিম্নলিখিত প্রকারের হয়—
(i) বিষম প্রজাতির সঙ্গে সংগ্রাম,
(ii) স্ব-প্রজাতির সঙ্গে সংগ্রাম
(iii) প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম।

0 Comments