Advertisements
বায়ুশক্তি কী?
উত্তর: প্রবহমান বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে বায়ুচক্র বা বায়ুকলের মাধ্যমে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয়, তাকে বায়ুশক্তি বলে। তীব্র বায়ুপ্রবাহযুক্ত স্থানে বড়ো বড়ো স্তম্ভের ওপর চওড়া ফলকযুক্ত পাখা বসানো হয়। তীব্র বায়ুপ্রবাহে ওই পাখা ঘুরতে থাকে এবং পাখার সঙ্গে যুক্ত টারবাইন ঘুরে ডায়নামোর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। বাতাসের গতির ওপর বায়ুবিদ্যুৎ উৎপাদনের মাত্রা নির্ভর করে।
0 Comments