Advertisements
বীরসা মুন্ডা, তিতুমির, সিধো-কানহু বিখ্যাত কেন?
উত্তর: ভারত স্বাধীন হওয়ার অনেক আগে ইংরেজরা ভারতীয় চাষিদের ওপর নানা অত্যাচার চালিয়েছিল। তারা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলে চাষিদের রেশম ও নীল চাষ করতে বাধ্য করেছিল। এর বিরুদ্ধে অনেক সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছিল। বীরসা মুন্ডা, সিধো, কানহ্রু, তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন | হাজার হাজার মানুষ তির-ধনুক নিয়ে ইংরেজ সেনার মোকাবিলা করেছিল। ইংরেজ সেনার গোলার আঘাতে বাঁশের কেল্লা ভেঙে যায় এবং তিতুমির শহিদ হন। এইভাবেই ইংরেজে বিরুদ্ধে লড়াই করে বিরসা মুন্ডা, তিতুমির, সিধো, কানহু প্রমুখ আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন।

0 Comments