Advertisements
বৃক্ককে কি মিশ্র গ্রন্থি বলা যেতে পারে?
Ans:
হ্যাঁ বৃক্ককে মিশ্র গ্রন্থি বলা যেতে পারে কারণ বৃদ্ধ থেকে মূত্র নিঃসৃত হয় যা নালী। (গবিনী) মাধ্যমে নির্গত হয়। বৃক্ক এরিথ্রোপয়েটিন ও রেনিন নামক হরমোন উৎপাদন করে। তাই বৃদ্ধকে মিশ্র গ্রন্থি বলা যেতে পারে।

0 Comments