Advertisements
কার্বন ডাই-অক্সাইড প্রাণীদের ক্ষেত্রে রেচন বস্তু, সবুজ উদ্ভিদের ক্ষেত্রে নয় কেন?
Ans:
→ কার্বন ডাই-অক্সাইড উদ্ভিদের ক্ষেত্রে গঠনমূলক কাজে অর্থাৎ সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়, তাই CO, কে উদ্ভিদের ক্ষেত্রে রেচনবস্তু হিসেবে গণ্য করা হয় না। প্রাণীদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকের ফলে অধিক পরিমাণ CO, উৎপন্ন হয় এবং কোষের পক্ষে ক্ষতিকারক বলে দেহ থেকে নির্গত হয়ে যায়, এই কারণে CO, প্রাণীদের রেচন বস্তু।

0 Comments