Ad Code

ভারত সভা' সম্পর্কে কি জান?




Advertisements

 'ভারত সভা' সম্পর্কে কি জান? অথবা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার কি উদ্দেশ্য ছিল? অথবা, কি উদ্দেশ্যে ভারতসভা গঠিত হয়েছিল? 

 উত্তর: ১৮৭৬ খ্রীষ্টাব্দের ২৬শে জুলাই কলকাতার এলবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 'ভারত সভা' (Indian Association) প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেসের আবির্ভাবের পূর্বে ভারত-সভাই ছিল সর্বাধিক উল্লেখযোগ্য জাতীয়তাবাদী সংস্থা। ভারত সভা গঠনে সুরেন্দ্রনাথের প্রধান সহযোগী ছিলেন ব্রাহ্মসমাজের আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ। 'ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতের সকল শ্রেণীর মধ্যে ঐক্যস্থাপন করা, হিন্দু ও মুসলমানদের সম্প্রীতি জোরদার করে তোলা, সমগ্র ভারতে শক্তিশালী জনমত গঠন করা এবং বিভিন্ন দাবী-দাওয়ার ভিত্তিতে রাজনৈতিক আন্দোলন শুরু করা। ভারত সভা ক্রমশ জনপ্রিয়। হয়ে ওঠে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে এর শাখা গড়ে উঠতে থাকে। এই সময়ের ভাইসরয় লর্ড লিটনের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ভারতসভা আন্দোলন আরম্ভ করে। ১৮৭৬ খ্রীষ্টাব্দে আই. সি. এস. পরীক্ষায় ইচ্ছুক প্রতিযোগিদের বয়স ২১ থেকে কমিয়ে ১৯ বৎসর করলে ভারত সভা প্রতিবাদী আন্দোলন শুরু করে। সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর বাগ্মিতা ও বলিষ্ঠ নেতৃত্বে ভারত সভা সর্বভারতীয় আন্দোলনের সূচনা করে। যদিও ভারত সভা মূলত মধ্যবিত্ত শ্রেণীর প্রতিষ্ঠান ছিল, কিন্তু আসামের চা বাগানের শ্রমিকদের স্বার্থরক্ষার জন্যও এই সভা প্রচার আন্দোলন শুরু করে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments