জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কি উদ্দেশ্য ছিল ?
● উত্তর : ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে শিক্ষিত গড়ে ওঠে। এই পরিস্থিতিতে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয়। ১৮৭০ খ্রীষ্টাব্দের পর ব্রিটিশ সরকারের কঠোর দমনমূলক মনোভাব পরিলক্ষিত হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংগঠন স্থাপনের প্রচেষ্টা শুরু হয়। এইরকম ভাবেই অ্যালান অক্টাভিয়ান হিউম নামে এক অবসরপ্রাপ্ত সিভিলিয়ানের উদ্যোগে বোম্বাইয়ে ১৮৮৫ খ্রীষ্টাব্দের ডিসেম্বরে জাতীয় কংগ্রেসের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতবাসীর কল্যাণের জন্য বিভিন্ন শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের দাবী উপস্থাপিত করা ও জাতিধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা এবং ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ভাব বিনিময় করে দেশাত্মবোধ সঞ্চার করা। অনেকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকে ব্রিটিশ শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র বলেছেন কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ সরকার ব্রিটিশ বিরোধী অসন্তোষকে নিয়ন্ত্রিত করতে চেয়েছিলেন। কিন্তু অধ্যাপক বিপন চন্দ্ৰ, অধ্যাপক অমলেশ ত্রিপাঠী প্রমুখ আধুনিক ঐতিহাসিকগণ এই বক্তব্যকে খণ্ডন করেছেন। তাদের মতে জাতীয় কংগ্রেসের নেতারা সকলেই ছিলেন স্বদেশপ্রেমিক এবং দেশবাসীর মঙ্গল সাধন তাঁদের লক্ষ্য ছিল।

0 Comments