Advertisements
হৃদ্ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট কাকে বলে?
Ans:
হৃদপিণ্ডের প্রতি সংকোচনে প্রতিটি নিলয় থেকে কিছু পরিমাণ রক্ত সাধারণ সংবহনে ও ফুসফুসীয় সংবহনে উৎক্ষিপ্ত হয়। প্রতি সংকোচনে প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্ত সংবহন তন্ত্রে উৎক্ষিপ্ত হয়, তাকে হৃদ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট (cardiac output) বলে।
হাদ্ উৎপাদকে ঘাত পরিমাণ ও মিনিট পরিমাণ দু'ভাগে ভাগ করা হয়েছে। প্রতি সংকোচনে প্রতিটি নিলয়ের হন্দু উৎপাদকে ঘাত পরিমাণ বা স্ট্রোক ভলিউম (stroke volume) বলে এবং প্রতি মিনিটে প্রতিটি নিলয়ের হদ উৎপাদকে মিনিট পরিমাণ বা মিনিট ভলিউম (minute volume) বলে। একজন পূর্ণবয়স্ক লোকের ঘাত পরিমাণ হ’ল 70 মিলিলিটার এবং মিনিট পরিমাণ হ’ল 5 লিটার।

0 Comments