Advertisements
হৃৎপিণ্ড বা হৃদপেশী অবসন্ন বা অসাড় হয় না কেন?
Ans:
→ হৃদপেশী দীর্ঘতম নিঃসাড়কালের অধিকারী হওয়ায় কখনও অবসন্ন হয় না, কারণ সংকোচনের পর এই সময়ের মধ্যে তারা পূর্বাবস্থায় ফিরে আসতে পারে। এছাড়া হৃদপেশীর মায়োগ্লোবিনের পরিমাণ বেশী। ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডকে তারা সরাসরি পুষ্টি হিসাবে ব্যবহার করতে পারে। তাই শক্তির অভাবে ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের জন্য হৃদপেশীর অসাড় হবার সম্ভাবনা থাকে না।

0 Comments