হৃদধ্বনি কাকে বলে? ইহা কয় প্রকারের?
Ans:
স্টেথোস্কোপের সাহায্যে পরীক্ষা করলে হৃৎপিণ্ডে যে শব্দ শোনা যায় তাকে হৃদধ্বনি বা হার্ট সাউণ্ড (heart sound) বলে। হৃধ্বনি চার প্রকারের, যথা—
(i) প্রথম হৃধ্বনি : নিলয়ের পেশী সংকোচনের শুরুতে ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার সময় এই ধ্বনি সৃষ্টি হয়। এর স্থায়িত্বকাল 01-017 সেকেণ্ড।
(iii) দ্বিতীয় হৃধ্বনি : নিলয়ের পেশী প্রসারণের শুরুতে সেমিলিউনার কপাটিকাগুলির বন্ধ হওয়ার সময় শোনা যায়। এর স্থায়িত্বকাল 0.1-0.4 সেকেও।
(iii) তৃতীয় হৃধ্বনিঅলিন্দ-নিলয় কপাটিকা (বাইকাসপিড ও ট্রাইকাসপিড) উন্মুক্ত হওয়ার সময় অলিন্দ থেকে রক্ত বেগে নিলয়ে প্রবেশ করার সময় এই ধ্বনি শোনা যায়। এর স্থায়িত্বকাল 0.01 সেকেও।
(iv) চতুর্থ হৃধ্বনি : অলিন্দের পেশী সংকোচনের সময় নিলয়াভিমুখে রক্তপ্রবাহ থেকে এই ধ্বনির উদ্ভব হয়। এই ধ্বনির সনাক্তকরণ খুবই কষ্টসাধ্য।

0 Comments