Advertisements
সাইফন কী ?
Ans: » স্থানান্তরের অযোগ্য পাত্রকে না নাড়িয়ে, উঁচু স্থানের ওইরূপ পাত্র থেকে নীচু স্থানের একটি পাত্রে বা তলানিযুক্ত তরল পদার্থ থেকে উপরের পরিষ্কার তরলকে নীচের পাত্রে স্থানান্তরিত করবার জন্য এবং অবিরাম তরলপ্রবাহ বজায় রাখার জন্য ‘সাইফন’ একটি সরল উদ্স্থৈতিক যন্ত্র এই যন্ত্র দুইস্থানে বাঁকানো একটি উলটো U আকারের সুষম ব্যাসের কাচ, প্লাস্টিক, ধাতব বা রবারের নল, যার দুটি বাহু অসমান হয়।

0 Comments